

আজ দুপুর ১টা নাগাদ খোয়াই থানার অন্তর্গত বিপিসি পাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক বঙ্কিম দেববর্মা অনুপস্থিত থাকাকালীন সময়ে তার ভাড়াটে ঘরে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা বিষয়টি খোয়াই আউটপোস্টের সিভিল পুলিশের নজরে আনেন। পুলিশ সেখানে খোয়াই তুলাশিখর এলাকার এক যুবক ও যুবতীকে দুজনকে আটক করলেও, অজ্ঞাত কারণে তাদের থানায় না নিয়ে ঘটনাস্থলেই স্থানীয় কিছু ব্যক্তির হাতে তুলে দেয় বলে অভিযোগ। এলাকাবাসীদের একাংশের দাবি, ওই ব্যক্তিদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে আত্মসাৎ করা হয়েছে। এর ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে—তারা কেন অভিযুক্তদের থানায় না নিয়ে স্থানীয় স্তরে ‘সমাধান’-এর চেষ্টা করল? এ ঘটনায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এভাবে যদি অপরাধের মোকাবিলা না হয়ে বরং তা ধামাচাপা দেওয়ার প্রবণতা বাড়ে, তাহলে সমাজে নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা কমবে। স্থানীয়দের প্রশ্ন, শুধুমাত্র আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্যেই কি এমন ‘মিটমাট’ হচ্ছে? এখন দেখার বিষয়, খোয়াই জেলা পুলিশ প্রশাসন বিশেষ করে জেলা পুলিশ সুপার এই ঘটনায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। এলাকাবাসী চাইছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ঘটনার সাথে যুক্ত দের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কিনা।
Leave a Reply