
ডেস্ক রিপোর্ট | আগরতলা | ১৬ জুলাই:
খয়েরপুর বাইপাস সড়কে সিমেন্ট বোঝাই একটি লরি থেকে উদ্ধার হল ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ডিআরআই এবং আসাম রাইফেলসের গোপন সূত্রের ভিত্তিতে পুরাতন আগরতলা থানার পুলিশ এই অভিযান চালায়। বুধবার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন বাইপাসে নাকা চেকিংয়ের সময় পুলিশ লরিটিকে আটক করতেই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই লরি তেলিয়ামুড়া থেকে আমতলীর দিকে যাচ্ছিল। লরির ভিতর সিমেন্টের বস্তার নিচে প্যাকেটজাত অবস্থায় ইয়াবাগুলি লুকানো ছিল। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
“DRUG করিডোর” হয়ে উঠছে খয়েরপুর বাইপাস!
স্থানীয়রা অভিযোগ করছেন, খয়েরপুর বাইপাস সড়কে অবস্থিত অসংখ্য গোডাউনে প্রতিদিন বিভিন্ন গাড়ি এসে পণ্য লোড-আনলোড করে। এই গোডাউনগুলোই মাদক পাচারের আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ। তারা জানিয়েছেন, বহুবার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে এই বিষয়ে জানানো হলেও প্রশাসনিক পদক্ষেপ চোখে পড়েনি। ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
চালকের রহস্যজনকভাবে পালিয়ে যাওয়া ও গোডাউন চক্রের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, লরির চালককে খোঁজার চেষ্টা চলছে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Leave a Reply