📅 ১৬ জুলাই, ২০২৫
📍 আগরতলা | প্রতিবেদক: বার্তামানত্রিপুরা ডট কম
লেইক চৌমুহনী বাজারে হঠাৎ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার
আজ সকালে আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার হঠাৎ করে পরিদর্শনে যান লেইক চৌমুহনী বাজারে। দীর্ঘদিন ধরে এই বাজার ঘিরে চলা বিশৃঙ্খলা, অবৈধ দখল এবং জনসাধারণের অসুবিধা নিয়ে আসা অভিযোগের প্রেক্ষিতে এই পরিদর্শন বলে জানা গেছে।
পরিদর্শনকালে মেয়র স্পষ্ট ভাষায় জানান, “নিয়ম না মেনে সরকারি জায়গা দখল করে কিছু ব্যবসায়ী নিজেদের মতো করে ঘর তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি। এতে শুধু বাজারের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে না, সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতা ও সৎ ব্যবসায়ীরাও।”
তিনি আরও বলেন, “এই বাজারে আগেও আমি পরিদর্শনে এসে অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু কিছু ব্যবসায়ী সেই নির্দেশ মানেননি। এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
মেয়র আশ্বাস দেন যে, যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত এবং সরকারি জায়গা ছেড়ে দিতে বাধ্য হবেন, তাদের জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে স্থায়ী শেডঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তারা স্বাচ্ছন্দে ও নিরাপদে ব্যবসা চালাতে পারেন। তাঁর কথায়, “আমরা ব্যবসার বিরুদ্ধে নই, তবে বাজারে শৃঙ্খলা ও নিয়ম রক্ষা করাটা সবার দায়িত্ব।”
মেয়রের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেক স্থানীয় ক্রেতা এবং পুরনো ব্যবসায়ীরা। তাঁদের মতে, অবৈধভাবে রাস্তা দখল করে বসা দোকানগুলির জন্য বাজারে হাঁটা চলা করা দুষ্কর হয়ে পড়ে, বিশেষ করে বয়স্ক মানুষ ও মহিলাদের জন্য।
মেয়র দীপক মজুমদার আরও জানান, “আগরতলা শহরকে একটি পরিষ্কার, শৃঙ্খলাবদ্ধ ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেই দিশাতেই পুর নিগমের এই অভিযান চলবে। আইন অমান্যকারীদের জন্য আর কোনও ছাড় নেই।”
পরিশেষে বলা যায়, আজকের পরিদর্শন একপ্রকার সতর্কবার্তা হিসেবেই দেখছেন সবাই। আগরতলার মতো দ্রুত উন্নয়নশীল শহরে যত্রতত্র অবৈধ দোকান স্থাপন যে শহরের সৌন্দর্য ও চলাচলে ব্যাঘাত ঘটায়, তা আর অস্বীকার করার উপায় নেই।
Leave a Reply