bartamantripura.com

প্রতিদিনের ত্রিপুরা,বর্তমান ত্রিপুরা – ত্রিপুরার কথা, প্রতিদিনের বার্তা।

উদয়পুর বনদুয়ারে গড়ে উঠছে ৫১ শক্তিপীঠ পার্ক: মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা, ১৪ জুলাই:
ত্রিপুরার আধ্যাত্মিক ও পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে এক নতুন গর্ব – উদয়পুর মাতাবাড়ির বনদুয়ারে গড়ে উঠবে ‘৫১ শক্তিপীঠ পার্ক’। গতকাল, ১৩ জুলাই মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই ঐতিহাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষ্যে একটি ভূমিপূজন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “পৌরাণিক মতে, মা সতীর দেহাবশেষ ভারতের ৫১টি স্থানে পড়েছিল, যেখানে গড়ে উঠেছে ৫১টি পবিত্র শক্তিপীঠ। এবার সেই পবিত্র স্থানগুলির প্রতিরূপ একত্রে দেখা যাবে উদয়পুরের বনদুয়ারে।” এই পার্ক গড়ে তোলার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৭.৭০ কোটি টাকা, যা বাস্তবায়ন করবে পর্যটন দপ্তর

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সারা জীবনেও কেউ সব শক্তিপীঠ দর্শন করতে পারে না, কিন্তু বনদুয়ারে এসে মানুষ একসঙ্গে ৫১টি শক্তিপীঠ দর্শন করতে পারবেন।”

কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প শুধু ধর্মীয় নয়, রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন শিল্পেও এক নতুন দিশা দেবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেকার যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ, হস্ত ও কারুশিল্পের বিকাশ, রাজ্যের জিডিপি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে এই পার্ক।

তিনি বলেন, “রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হলো সার্বিক উন্নয়ন। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৭৪ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।” পাশাপাশি, ৫৬ হাজার স্বসহায়ক গোষ্ঠী মহিলাদের স্বনির্ভরতা গড়ে তুলছে বলে তিনি জানান।

ইকো ট্যুরিজম ও ধর্মীয় পর্যটনের উন্নয়ন

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইকো ট্যুরিজম উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। টেপানিয়া, নারকেলকুঞ্জ, ছবিমুড়া সহ বিভিন্ন স্থানে লগহাট নির্মাণ ও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও ৫১টি লগহাট নির্মাণ করা হবে স্বদেশ দর্শন প্রকল্পে।

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, যিনি বলেন, “এই শক্তিপীঠ পার্ক রাজ্যের পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা আনবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার নাম ছড়িয়ে দেবে।”

পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “হিন্দুধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। তারই গরিমা বৃদ্ধি করতে এই ৫১ শক্তিপীঠ পার্ক নির্মিত হচ্ছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, পর্যটন অধিকর্তা প্রশান্ত বাদল নেগী, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।


📌 প্রতিবেদক: BartamanTripura.com নিউজ ডেস্ক
📷 ফটো ও আপডেটের জন্য আমাদের ফলো করুন:
➡️ Facebook: Bartaman Tripura
➡️ YouTube: @bartamantripura010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *